নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা খাদে, নিহত ২
পটুয়াখালীর কলাপাড়ায় সিএনজি চালিত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে আফজাল হোসেন (৬০) ও জাকারিয়া (২৩) নামের দুই জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অটোরিকশাটির চালকসহ আরও চার জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের বিশকানি এলাকায় দুর্ঘটনাটি ঘটে
মারা যাওয়া আফজাল বরগুনার বড়ইতলা এলাকার এবং জাকারিয়া চড়পারা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী চৌরাস্তা থেকে ৫ জন যাত্রী নিয়ে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা দেয় অটোরিকশাটি। বিশকানি এলাকয় পৌঁছলে চালক অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এক পর্যায়ে অটোরিকশাটি সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে নিহত ও আহতদের উদ্ধার কলাপাড়া হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে অটোরিকশা চালক
জামাল এবং যাত্রী মতিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অটোরিকশার যাত্রী আহত আবু সালেহ বলেন, চালকসহ আমরা ৬ জন আমতলী থেকে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা দেই। চালক সম্ভবত ঘুন্তন অবস্থায় ছিলেন। এসময় অটোরিকশাটি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং খেজুর গাছে ধাক্কা দেয়। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। দুই জনের
ঘটনাস্থলেই মৃত্যু হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

অনলাইন ডেস্ক