পঞ্চগড়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
এ বছর(২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে) মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত পঞ্চগড়ের ১৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে পরিবেশ বন্ধু সংগঠন। সোমবার বিকালে নজরুল পাঠাগারে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এভারেস্ট প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও বিষ্ণুপ্রষাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক(অব.প্রাপ্ত) মজিরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা.এস.আই.এম রাজিউল করিম, সিনিয়র কনসালটেন্ট ও বিএমএর সাধারণ সম্পাদক ডা. মো. মনসুর আলম, সিনিয়র কনসালটেন্ট ডা. আমির হোসেন, সিনিয়র কনসালটেন্ট ডা. মো: মনোয়ারুল ইসলাম, কনসালটেন্ট ডা. আফিফা জান্নাত আফি, সিনিয়র সাংবাদিক মো: শহীদুল ইসলাম শহীদ ।
এসময় কৃতি শিক্ষার্থীদের অভিভাবকসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চান্সপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

পঞ্চগড় প্রতিনিধি