প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৪ ১৩:২৪

হাকিমপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ৪জন

হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
হাকিমপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ৪জন
উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে আগামী  ৮ মে অনুষ্ঠিতব্য দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। 
 
হাকিমপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল সরকার, হাকিমপুর উপজেলায় মনোনয়ন জমা দানকারী চেয়ারম্যান প্রার্থীগণ হলেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, সাবেক পৌর মেয়র কামাল হোসেন রাজ ও আমিনুল ইসলাম। উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ হলেন, বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন ও সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীগণ হলেন, বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার ও নুরুন্নাহার বেগম।
 
তিনি আরও জানান, ১ম ধাপে আগামী  ৮ মে অনুষ্ঠিতব্য হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্যে সোমবার বিকেল ৫ ঘটিকা পর্যন্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুরুষ ও ভাইস চেয়ারম্যান মহিলা মোট ৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উপরে