প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৪ ২২:০৬

সৈয়দপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

সারাদেশের মতো গতকাল ১৭ এপ্রিল (বুধবার) নীলফামারীর সৈয়দপুরেও ঐতিহাসিক মুজিবনগর দিবস  পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবসের পটভূমি ও তাৎপর্যের ওপর ভিত্তি করে “ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায়  সৈয়দপুর উপজেলা প্রশাসনের উপজেলা পরিষদ হলরুমে ওই আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আজমল হোসেন।  
সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম রাশেদুজ্জামান রাশেদ. বীরমুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী, বীরমুক্তিযোদ্ধা মির্জা সালাহউদ্দিন বেগম, বীরমুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, শিক্ষার্থী রুবায়েত হোসেন মৃত্তিকা প্রমুখ। 

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
                                                                                       

উপরে