আদমদীঘিতে মুজিবনগর দিবসে উপস্থিত ছিলেন না মেয়র-চেয়ারম্যানরা
বগুড়া আদমদীঘিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিবনগর সরকারের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সরকারি ভাবে দিবসটি পালনে নানা নির্দেশনা থাকলেও উপজেলা প্রশাসনের এ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহামুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, সান্তাহার ইউপি’র চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি, নশরৎপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, চাঁপাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান শামিম খন্দকার, সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন না। ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু সভায় এলেও কিছু সময় পর চলে যান। সভায় জনপ্রতিনিধিদের এ ধরনের অনুপস্থিতি ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। সভায় মূলত সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও বীরমুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহামুদুর রহমান পিন্টুর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, তাঁদের সভায় আসার জন্য চিঠি দেওয়া হয়েছে, উনারা কেন এলেন না তা আমার জানা নেই। উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন, কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় কূমার পাল, অধ্যাপক রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু রেজা খান, সাংবাদিক খায়রুল ইসলাম, এম আর ইসলাম, প্রধান শিক্ষক এনামূল হক প্রমূখ।