পঞ্চগড়ে দুই ইউনিয়নবাসীর পারাপারের একমাত্র ভরসা নড়বড়ে বাঁশের সাঁকো
সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের ডাঙ্গাপাড়া ঈদগা মাঠ সংলগ্ন ঘাটে কুরুম নদীর উপর পারাপারের জন্য একমাত্র ভরসা নড়বড়ে বাঁশের সাঁকো। ভেঙ্গে পড়ার আশঙ্কা থাকলেও স্কুল কলেজের শিক্ষার্থীসহ এখানকার অধিবাসীদের ঝুঁকি নিয়ে সাঁকো পার হয়ে যাতায়াত করতে হয়।
ডাংগাপাড়া গ্রামের আমিনুল ইসলাম আকন্দ (৫৫)বলেন, ২০০৫ সাল থেকে আমরা গ্রামবাসী সবাই মিলে বাঁশ, অর্থ এবং স্বেচ্ছাশ্রম দিয়ে এই সাঁকো নির্মাণ করি। ভেঙ্গে গেলে আমরা নিজেরাই আবার মেরামত করি।
ডাংগাপাড়া গ্রামের আব্দুর রহমান (৬৫)বলেন, নদীর ওপারে তিনটি হাট রয়েছে। নতুন চাকলা হাট, চাকলা হাট ও টুনিরহাট। প্রতি শনি ও বুধবার চাকলা হাট এবং সোম ও শুক্রবার টুনিরহাট বসে। এই সাঁকো পার হতে গিয়ে অনেক মানুষ সাইকেল ও মোটরসাইকেল নিয়ে সাঁকো ভেঙ্গে পড়ে গেছে।
চাকলা হাট ইউনিয়নের উত্তর ভাটিয়াপাড়া গ্রামের যুবক আরিফুল ইসলাম(২৫) বলেন, নদীর দক্ষিণ পাশে আমাদের ঈদগা মাঠ। এই সাঁকো পার হয়ে আমাদের ৬টি গ্রামের মানুষকে ঈদগাহ মাঠে নামাজ পড়তে যেতে হয়। এখানে ব্রিজ হলে আমাদের ঈদের নামাজ পড়তে সুবিধা হবে।
চাকলা হাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনার রহমান বলেন, সাঁকোর দক্ষিণের গ্রামগুলো হলো উত্তর ভাটিয়াপাড়া, সরদারপাড়া, বৈরাগী পাড়া, বসুনিয়া পাড়া, কিতনিয়া পাড়া, তহসিলদার পাড়া, নতুন চাকলা,ভান্ডারুগ্রাম,প্রধানপাড়া,তেলিপাড়া,পাশাপাশি ডোলোপাড়া, দেবী জাদু, ফুটকিবাড়ী, চাকলাহাট, বকসীপাড়া। এছাড়া হাট সংলগ্ন সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডোলোপাড়া শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভান্ডারুগ্রাম এলএসএস সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন চাকলা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন চাকলা উচ্চ বিদ্যালয়। এই ডাংগাপাড়া ঘাটে একটি ব্রীজ হলে শুধু ডাংগাপাড়া এবং উত্তর ভাটিয়াপাড়ায় নয় দুই ইউনিয়নের মানুষের মানুষের মধ্যে একটি সম্পর্ক তৈরি হবে।
হাড়িভাষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, ডাংগাপাড়া ঈদগাঁ মাঠ সংলগ্ন ঘাটের সাঁকো দিয়ে সিংগিয়াপাড়া,লক্ষপতিপাড়া এবং ঢাংগিপুকুরী এলাকার মানুষ সাধারণত চাকলাহাটসহ বিভিন্ন বাজারে বিভিন্ন ধরনের পণ্য,শাকসবজি ও গরুবাছুর নিয়ে যাতায়াত করে। ডাঙ্গাপাড়া এমন একটি গ্রাম যেখানে তিন থেকে সাড়ে তিন হাজারের মত মানুষ বসবাস করে এবং এসব গ্রামের শিক্ষার্থীরা লেখাপড়া করতে কেপি উচ্চ বিদ্যালয়, কে পি আলিম মাদ্রাসা, শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ, এমনকি পঞ্চগড় সরকারী মহিলা কলেজে যেতে ৫ থেকে ৭ কিলোমিটার পথ ঘুরে যেতে হয়। নদী পারাপারের কোন বুদ্ধি না থাকায় এখানকার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। ডাংগা পাড়ায় একটি ব্রিজ নির্মাণ করা হলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সময় ও শ্রম কমবে। আমি আশা করি যথাযথ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
পঞ্চগড় সদর উপজেলার উপজেলা প্রকৌশলী রমজান আলী বলেন, পঞ্চগড় সদরের হাড়িভাষা ও চাকলা হাট ইউনিয়নের মাঝে যোগাযোগ স্থাপনের জন্য কুরুম নদীর উপরে ৭০ মিটার ব্রীজের প্রস্তাবনা উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত অনুমোদন পাওয়া যায়নি। অনুমোদন পেলে কাজটি বাস্তবায়িত হবে।

মো: হায়দার আলী,পঞ্চগড়