গ্রাম পুলিশ থেকে পদোন্নতি পেলেন সাপাহারের চৌকিদার সোলায়মান আলী
নওগাঁর সাপাহার উপজেলার আওতাধীন পাতাড়ী ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ সোলায়মান আলী দাফাদার পদে পদোন্নতি পেয়েছেন। এরই প্রেক্ষিতে আজ সোমবার দুপুরে পাতাড়ী ইউনিয়ন পরিষদে ব্যাচ পড়ে দেয় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল হক মাস্টার, ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও চৌকিদারগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকুরির শর্তাবলী সম্পর্কিত বিধিমালা অনুযায়ী উপজেলার ০২টি ইউনিয়ন পরিষদের মহল্লাদার হতে দফাদার পদে পদোন্নতি ক্ষেত্রে এ কার্যালয়ের ৩ নং ওয়ার্ডের সদস্য সোলায়মান আলী কে গঠিত পদোন্নতি কমিটির মাধ্যমে মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকায় রয়েছে সোলায়মান আলী।
জানা গেছে, মোঃ সোলেমান আলী, পিতা-মোঃ হারেজ আলী, মাতা- নুরজাহান বেগম গ্রাম: তিলনী ডাকঘরঃ পাতাড়ী, উপজেলা: সাপাহার, জেলা: নওগাঁ। তিনি ২০০৮ সাল মহল্লাদার পদে সাপাহর পাতাড়ী ইউপিতে কর্মদক্ষতার সহিত চাকরি করতেন। ২০২৪ সালে পদোন্নতি পরীক্ষায় অংশ গ্রহন করে মেধাস্থানে উত্তীর্ণ হয়েছেন।

সাপাহার নওগাঁ প্রতিনিধি: