সৈয়দপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এ নীলফামারীর সৈয়দপুরে চেয়ারম্যান পদের একজন ও ভাইস চেয়ারম্যান পদের একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। ঋণ খেলাপী হওয়ায় তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়। এদের মধ্যে একজন হচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী মহসিন আলী এবং অপরজন হলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. আনোয়ারুল ইসলাম।
গতকাল মঙ্গলবার নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিটার্নিং কর্মকর্তা মো. ফারুক - আল- মাসুূদ কর্তৃক মনোনয়নপত্র বাছাইকালে ঋণখেলাপীর কারণে উল্লিখিত দুই জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এতে করে সৈয়দপুর উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী থাকলো।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন -২০২৪ এ নীলফামারীর সৈয়দপুরে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদের তিনজন জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। আগামী ২১ মে দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: