নন্দীগ্রামে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
বগুড়ার নন্দীগ্রামে খরিপ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির ল্েয ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিন্যামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন বগুড়া-৪আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মমকর্তা কল্পনা রাণী রায়, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আক্তার বানু, উদ্ভিদ সংরণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার জহুরুল ইসলাম, শাহরুল ইসলাম, শাহাদত হোসেন, সুজন কুমার, সোহেল রানা ও নাজমুল হক প্রমুখ। এউপজেলায় বিনামূল্যে উফশী আউশ চাষের জন্য ২ হাজার ১শ ৩০ জন কৃষক-কৃষাণীকে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি দেওয়া হচ্ছে। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ-