সৈয়দপুরে প্রচন্ড গরমে ও তীব্র তাপদাহে জনজীবন ওষ্ঠাগত
নীলফামারীর সৈয়দপুরে গত কয়েক দিনের তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবন ওষ্ঠাগত হয়ে পড়েছে। প্রচন্ড গরমে মানুষের হাঁসফাঁস অবস্থার সৃষ্টি হয়েছে। কাঠফাটা রোদে ও তীব্র গরমে নিতান্তই প্রয়োজন ব্যতিরেকে কেউই বাসা-বাড়ি বাইরে বের হচ্ছেন না। অফিস-আদালত, বাসাবাড়ি, মাঠÑঘাট কোনও একটু খানিও স্বস্তি মিলছে না। গতকাল (বুধবার) নীলফামারীর সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রী সেলসিয়াস।
গতকাল প্রচন্ড গরম ও তীব্র রোদের কারণে বাণিজ্যিক ও শিল্প প্রধান এ শহরের রাস্তায় মানুষজনের চলাচল ছিল একেবারের কম। আর দিনমজুর,রিক্সা, রিক্সাভ্যান চালক, ব্যাটারিচালিত অটো রিক্সা চালকদের অবস্থা আরো কাহিল। রিক্সা চালকেরা দুই একটি ভাড়া ফেলেই ছায়ার খোঁজে গাছতলায় কিংবা হোটেল রেস্তোরাঁয় গিয়ে বসে বিশ্রাম নেন। কাঠফাটা রোদে ও প্রচন্ড গরমে শহরের মানুষজনের উপস্থিতি কম থাকায় রিক্সা, রিক্সা ভ্যান, ব্যাটারিচালিত অটোরিক্সা কিংবা সিএনজিতে যাত্রী সংখ্যা তেমন একটা ছিল না বললেই চলে।
শহরের প্রবীণ রিক্সাচালক আনোয়ার হোসেন বলেন, গত কয়েক প্রচন্ড গরমের কারণে দিনের বেলা রিক্সা চালাতে পারি না। তাছাড়াও তীব্র তাপদাহে ও গরমের কারণে দিনের বেলা শহরে লোকজনের চলাচলও তেমন নেই। তাই গত কয়েক দিনে আয়রোজগার অনেক কম হচ্ছে। এখন প্রতিদিন যে আয়রোজগার হচ্ছে, তা দিয়ে রোজদিনের সংসারের খরচ বহন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাছাড়া বর্তমানে বাজারে সংসারের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও আকাশচুম্বী। প্রতিদিনের যৎসামান্য উপার্জন দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তিনি বলেন, এমন তীব্র তাপপ্রবাহ ও গরম আমার ৬৫ বছরের জীবনে কোনদিনও দেখিনি। সামনে আরও নাকি তাপমাত্রা বাড়বে বলে শুনছি। তখন আমাদের মতো দিনে আনা দিন খাওয়া মানুষের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছি না। একমাত্র সৃষ্টিকর্তায় পারেন এমন অবস্থা থেকে আমাদের রক্ষা করতে।
এদিকে,তীব্র গরম ও প্রচন্ড তাপদাহে মানুষজন অসুস্থ হয়ে পড়ছেন। বিশেষ করে বয়স্ক মানুষ ও শিশুদের অবস্থা সবচেয়ে বেশি কাহিল। এতে করে প্রতিদিন স্থানীয় ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের বর্হিবিভাগে ও আন্তঃবিভাগে অসুস্থ মানুষের ভীড় বাড়ছে। অসুস্থ মানুষকে চিকিৎসাসেবা দিতে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসরা চরম হিমশিম খাচ্ছেন। এছাড়া নানা রোগে আক্রান্ত রোগীরা শহরের বিভিন্ন চিকিৎসকদের চেম্বারে গিয়েও চিকিৎসা সেবা গ্রহন করছেন।
সৈয়দপুর বিমানবন্দরে অবস্থিত আবহাওয়া দপ্তরের ইনচার্জ রোকমান হাকিম জানান, গতকাল (বুধবার) নীলফামারীর সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রী সেলসিয়াস। গত এক সপ্তাহে এটিই এখানকার সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে এখানে সর্বোচ্চ ৩৬ ডিগ্রী সেলিসিয়াস থেকে ৩৮ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠানামা করেছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: