সৈয়দপুরে চার গাড়ি চালকদের জরিমানা আদায়
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে সৈয়দপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চারটি গাড়ি চালকের সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সৈয়দপুর শহরের বসুনিয়া মোড় এলাকায় সৈয়দপুর- দিনাজপুর বাইপাস সড়কে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালততে নেতৃত্ব দেন নীলফমারীর সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিনুল ইসলাম।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শহরের উল্লিখিত সড়কে গতকাল শনিবার সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে গাড়ি চালকের লাইসেন্স, গাড়ির ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স টোকেনসহ প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। এ সময় ড্রাইভিং লাইসেন্স না থাকায় দায়ে চারটি গাড়ির চালকের সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে রয়েছে একটি মিনিবাস, দুইটি ট্রাক ও একটি মোটরসাইকেল। এছাড়াও ভ্রাম্যমান আদালত থেকে গাড়ি চালকদের সড়ক ও মহাসড়কে অতিরিক্ত গতিতে গাড়ি না চালানোর জন্য কঠোরভাবে সর্তক করা হয়েছে।
সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিনুল ইসলাম ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ।
এ সময় বিআরটিএ নীলফামারী কার্যালয়ের পরিদর্শক হিমাদ্রী ঘটক ও দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: