সৈয়দপুরে দুইজন প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান
নীলফামারীর সৈয়দপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের দুইজন প্রধান শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় শহরের ইন্টারন্যাশনাল স্কুলে সৈয়দপুর উপজেলা স্কুল কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরাম ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। বিদায়ী সংবর্ধনাপ্রাপ্ত
দুইজন প্রধান শিক্ষক হলেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাইউম শেখ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজমুল হুদা বাবলা। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা স্কুল কলেজ, মাদ্রাসা কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও আল-ফারুক একাডেমি প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।
খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী অতিথির.বক্তব্য দেন মো. কাইউম শেখ ও নজমুল হুদা বাবলা।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলার পোড়ারহাট সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা সুপার মোজাম্মেল হক, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, সৈয়দপুর বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (বিএমএ) এর অধ্যক্ষ মো. আসাদুজ্জামান, বোতলাগাড়ী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের দীপা রায় চৌধুরী , ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, সাংবাদিক জসিম উদ্দিন, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ।
শেষে সংগঠনের পক্ষ থেকে বিদায়ী অতিথিদের ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে। অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা স্কুল কলেজ, মাদ্রাসা কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: