আদমদীঘিতে ছাত্রলীগের বৃক্ষরোপণ
বগুড়ার আদমদীঘি উপজেলা ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১২ টায় সান্তাহার সরকারি কলেজ প্রাঙ্গনে প্রায় শতাধিক ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সান্তাহার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ আব্দুল ওহাব, ছাত্রলীগ নেতা শাহীন হোসেন শুভ, নিলয়, শাকিল, মিজান, রাতুলসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ। ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান জানান, প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ জনজীবন। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ভূমিকা অপরিসীম। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুয়ায়ী সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ