নন্দীগ্রাম ভূমি অফিস হতে বেলঘরিয়া সড়ক সম্প্রসারণ ও কার্পেটিং কাজের উদ্বোধন করলেন মেয়র
কোভিড-১৯ এবং নগর উন্নয়ন প্রকল্পের যৌথ অর্থায়নে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ভূমি অফিস হতে বেলঘরিয়া পর্যন্ত সড়ক সম্প্রসারণ ও কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে উক্ত সড়কে সম্প্রসারণ ও কার্পেটিং কাজের উদ্বোধন করেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান। সেসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, কাউন্সিলর রফিকুল ইসলাম অপু, আবু সাঈদ মিলন ও উপসহকারী প্রকৌশলী অসিম কুমার সরকার প্রমুখ।
উদ্বোধন শেষে নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান সাংবাদিকদের জানান, ৪৪ লক্ষ টাকা ব্যায়ে ১৮২০ মিটার সড়ক কার্পেটিং ও সম্প্রসারণ কাজ করা হচ্ছে।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :