সাপাহারে ঠান্ডা শরবত ও খাবার স্যালাইন বিতরণ
দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে তীব্র তাপদাহে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন যখন ওষ্ঠাগত ঠিক সে মহুর্তে বসুন্ধরা শুভ সংঘ এবং সাপাহার মুক্ত স্কাউট দল এর যোৗথ উদ্যোগে তৃষ্ণার্ত পথচারী ও ভ্যান চালকদের মাঝে ঠান্ডা শরবত, বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় সাপাহার জিরো পয়েন্টে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ শামসুল আলম শাহ্ধসঢ়; চৌধুরী, সহ-সভাপতি আকবর আলী, মহিলা আওয়ামীলীগের সভাপতি ফাইমা পারভিন, বসুন্ধরা শুভ সংঘের সভাপতি মনোয়ারুল হক, উপজেলা স্বাস্থ্য বিভাগের আর এম ও ডা: আলমগীর হোসেন, স্বাস্থ্য পরিদর্শক শওকত আলী প্রমুখ
উপস্থিত থেকে এ শরবত ও পানি বিতরনের উদ্বোধন করেন।
পরে পর্যায় ক্রমে স্কাউট দলের সদস্যরা প্রায় ৫ শতাধিক তৃষ্ণার্ত দিনমজুর, রিক্সা-ভ্যানচালক ও পথচারীদের মাঝে ঠান্ডা শরবত, পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন। দৈনিক কালের কন্ঠ সাপাহার প্রতিনিধি তছলিম উদ্দীন বলেন, কালের কন্ঠ শুভ সংঘ সব সময় ভালো কাজে সাবার পাশে থেকে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় তৃষ্ণার্তদের মাঝে ঠান্ডা শরবত, পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: