মহান মে দিবস উপলক্ষে
সৈয়দপুরে এপেক্স ক্লাবের উদ্যোগে লুঙ্গি, গামছা ও ছাতা বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
মহান মে দিবস উদযাপন উপলক্ষে এপেক্স ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে কম সৌভাগ্যবান মানুষের মাঝে লুঙ্গি, গামছা ও ছাতা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার ( ১ মে) সকালে উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর আইসঢাল এলাকায় ২১ ব্যক্তির মধ্যে ওই পণ্য সামগ্রী বিতরণ করা হয়।
এতে এপেক্স ক্লাব অব সৈয়দপুর এর সেক্রেটারি এন্ড ডিনার নোটিশ এডিটর (ডিএনই) এপেক্সিয়ান রেহান আলী রনি উপস্থিত থেকে কম সৌভাগ্যবান মানুষের হাতে লুঙ্গি,গামছা ও ছাতা তুলে দেন।
এ সময় অন্যদের মধ্যে এপেক্স ক্লাব অব সৈয়দপুর পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপেক্সিয়ান প্রভাষক মো. মিজানুর রহমান মুকুল ও ফ্লোর মেম্বার এপেক্সিয়ান নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।