সৈয়দপুর রেলওয়ে কারখানায় মৌসুমী তরমুজ ফলের উৎসব
এবারই প্রথমবারের মতো দেশের বৃহত্তম নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় মৌসুমী ফল তরমুজ উৎসব হয়েছে। গতকাল রবিবার (৫মে) দুপুরে মধ্যহৃভোজের বিরতিতে কারখানাটির ক্যারেজ শপে তরমুজ কেটে উৎসবের উদ্বোধন করা হয়।
তরমুজ কেটে এ উৎসবের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. সাদেকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারখানার কার্য ব্যবস্থাপক (ডাব্লিউএম) শেখ হাসানুজ্জামান এবং উৎপাদন প্রকৌশলী (পিই) মো. জাহিদ হাসান। এতে সভাপতিত্ব করেন কারখানার ক্যারেজ শপের ইনচার্জ উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মোমিনুল ইসলাম।
এ তরমুজ উৎসব সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান বলেন, কারখানায় শ্রমিক কর্মচারীরা তপ্ত গরমে লোহা-লক্করের সঙ্গে কাজ করেন। আর বর্তমানে চলমান তীব্র তাপপ্রবাহ ও গরমে জনজীবন ওষ্ঠাগত । তাই এই প্রচন্ড গরম ও তাপদাহের বিষয়টি চিন্তা করে মৌসুমি ফল তরমুজ উৎসরের আয়োজন করা হয়েছে। আর যে কোন কাজের ফাঁকে একটু উৎসব আমেজ পেতে কার না ভালো লাগে। তরমুজ উৎসবে শপটিতে কর্মরত শ্রমিক –কর্মচারীরা সকলেই সুমিষ্ট রসালো মৌসুমী ফল খেয়ে তৃপ্ত হন। আর কারখানায় এ ধরণের আয়োজনে খুশি হন কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা। তারা প্রচন্ড দাাবদাহে এ ধরণের আয়োজনকে স্বাগত জানান ।
পরবর্তীতে কারখানার ২৯টি শপে (উপ-কারখানা) এ ধরণের আয়োজন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।