শেষ মুহুর্তে জমে উঠেছে হাকিমপুরে উপজেলা নির্বাচনের প্রচার-প্রচারণা
মোসলেম উদ্দিন, দিনাজপুর প্রতিনিধিঃ
আর মাত্র একদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচন। শেষ মুহুর্তে জমে উঠেছে দিনাজপুরের হাকিমপুরে উপজেলা নির্বাচনের প্রচার-প্রচারণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান ও পুরুষ ভাইস নির্বাচিত হয়েছেন। এখন মাঠে লড়ছেন তিন জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী।
আগামী ৮মে অনুষ্ঠিত হবে প্রথম ধাপের উপজেলা নির্বাচন। নির্বাচনকে ঘিরে উপজেলার বিভিন্ন স্থানে ছেয়ে গেছে পোস্টার, ব্যানারে। মাইকে চলছে প্রার্থীদের নিয়ে প্রচার-প্রচারণা। গ্রাম-গঞ্জ ও শহরের চায়ের দোকানে সহ বিভিন্ন জায়গায় চলছে ভোটারদের প্রার্থী যাচাই-বাছাইয়ের আলোচনা।
এদিকে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারেদ্বারে আর দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন এবারের উপজলা নির্বাচনে আমাদের পছন্দের প্রার্থীকে বেছে নিবো। যার দ্বারা আমাদের উন্নয়ন হবে।
এবারের হাকিমপুর উপজেলা নির্বাচনে তিন জন চেয়ারম্যান পদপ্রার্থী। হারুন উর রশিদ হারুন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান, প্রতিক টেলিফোন মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। কামাল হোসেন রাজ সাবেক হাকিমপুর পৌর মেয়র, প্রতিক মোটরসাইকেল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমিনুল ইসলাম রভি আনারস মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই উপজেলায় একটি পৌরসভা ও তিনটি ইউনিয়ন। ভোটার সংখ্যা ৮০ হাজার ৩৩৩ জন। নারী-পুরুষ প্রায় সমান।