প্রকাশিত : ৬ মে, ২০২৪ ২২:৫৮

আদমদীঘিতে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাই গ্রেফতার ৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
আদমদীঘিতে প্লাটফর্মে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাই গ্রেফতার ৪

বগুড়ার আদমদীঘরি সান্তাহার প্লাটর্ফমে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাই করার সময় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, বগুড়া সদর উপজলোর চকসুত্রাপুর বাদুর তলা এলাকার রফকিুল ইসলামরে ছেেল ওয়ালদি (১৮), একই এলাকার নজরুল ইসলামের
ছেলে রনি (২১), মোয়াজ্জমে হোসনেরে ছেলে রাজু (১৯) ও আব্দুল আহাদের ছেলে শীষ মোহাম্মদ (১৯)।

সান্তাহার রলেওয়ে থানার অফসিার ইনর্চাজ মোক্তার হোসনে জানান, গত রবিবার রাতে জংশন স্টেশন প্লাটর্ফমে এক যাত্রীর পেটে চাকু ধরে টাকা-পয়সা ছিনতাইয়ের চষ্টো করে কয়কেজন যুবক। এসময় ওই যাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগেয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে একটি বার্মিজ চাকুসহ তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

উপরে