প্রকাশিত : ৭ মে, ২০২৪ ১৬:০১

সৈয়দপুরে প্রাথমিক শিক্ষা দপ্তরে নতুন নিয়োগ পাওয়া ১১ জন শিক্ষককে বরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে প্রাথমিক শিক্ষা দপ্তরে নতুন নিয়োগ পাওয়া ১১ জন শিক্ষককে বরণ

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ পাওয়া ১১ জন শিক্ষককে বরণ করে নেয়া হয়েছে।  গতকাল মঙ্গলবার (৭ মে) সকালে  উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে ফুল দিয়ে তাদের বরণ করা হয়।

এ উপলক্ষে  আয়োজিত  সংক্ষিপ্ত  বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  সৈয়দপুর শিক্ষা প্রাথমিক কর্মকর্তা জাকির  হোসেন সরকার। বরণ অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলায় সহকারি শিক্ষা অফিসার মোছা. মুসারাত জাহান, মরিয়ম নেছাসহ বিভিন্ন  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষ দপ্তর সূত্রে জানা যায়, গত ৫ মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওই নতুন শিক্ষকদের নিয়োগ দেয়। এর আগে তাঁরা নিয়োগ পরীক্ষা উত্তীর্ণ হন। নিয়োগ পাওয়া শিক্ষকদের গত মঙ্গলবার উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ণ করা হয়। নিয়োগ প্রাপ্ত নতুন শিক্ষকদের মধ্যে রয়েছেন ৭ জন নারী ও ৪ জন পুরুষ।

 

উপরে