শিবগঞ্জে উপজেলা চেয়াম্যান প্রার্থীর আনারস প্রতীকের প্রচার মিছিল
বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপের আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। সোমবার প্রতীক বরাদ্দ প্রদান করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন।
শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তা আনারস প্রতীক পাওয়ার পর প্রায় ৪ হাজার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আমতলী বন্দর থেকে প্রচার-প্রচারনা শুরু করেন। প্রায় ২ কিলোমিটার আনন্দ মিছিল শেষে উপজেলা সদরের বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে এসে এ আনন্দ মিছিল শেষ হয়।
প্রচার মিছিল শেষে বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা হাবিবুল আলম, আলহাজ্ব আমিনুল হক দুদু, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বেলাল, সোহেল আক্তার মিঠু, সাহাবুদ্দিন শিবলী, আতিক রহমান, সোহেল রানা মিন্টু, ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, মহিদুল ইসলাম, রেজাউল করিম চঞ্চল, শহিদুল ইসলাম শহিদ, আহসান হাবিব সবুজ, বেলাল হোসেন, জাহিদুল ইসলাম, আসিফ মাহমুদ মিল্টন, সাবেক মোকামতলা ইউপি চেয়ারম্যান মারুফ রহমান মুঞ্জুসহ ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।