সৈয়দপুর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ ও সেবার মান বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ মে) বিকেলে হাসপাতালের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান ছিলেন নীলফামারী- ৪ (সৈয়দপুর –কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম। সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরশাদ হোসেনের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ শিশুরোগ বিশেষজ্ঞ ডা. শাহ আলম আলবানী, সার্জারী বিশেষজ্ঞ ডা. আব্দুর রহিম, গাইনী বিশেষজ্ঞ ডা. মাসুদা আফরোজ, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ওয়াসিম বারী জয়, নার্সিং সুপারভাইজার মমতাজ বেগম প্রমুখ।
এর আগে মতবিনিময় সভার শুরুতেই মাল্টিমিডিয়া প্রজেক্টেরে মাধ্যমে হাসপাতালের সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়। এ পর্বটি সঞ্চালনা করেন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. নাজমুল হুদা।
মতবিনিময় সভায় বক্তারা প্রধান অতিথির সামনে হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।পাশাপাশি উপেেজলা পর্যায়ের ওই হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীতকরতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংসদ সদস্যের নিকট দাবি জানানো হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটির উন্নয়ন প্রসঙ্গে ইতিমধ্যে আমি মহান জাতীয় সংসদে বক্তব্য রেখেছি। এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। আশা করি খুব শিগগিরই হাসপাতালটির সব রকমের সমস্যা সমাধান করা হবে।