চেয়ারম্যান পদে বিয়াদ আরফান সরকার রানা নির্বাচিত
ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ এর দ্বিতীয় ধাপে গত মঙ্গলবার (২১ মে) নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ভোট গ্রহন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হয়। নির্বাচনের ভোট গ্রহন চলাকালীণ উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা মিলে ৯১টি কেন্দ্রের কোথাও কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল একেবারে কম। আর ইউনিয়ন পর্যায়ের তুলনায় শহরের ভোট কেন্দ্রগুলোর ভোটার উপস্থিতি একটু বেশি ছিল।
এবারে সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন এবং ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় অবতীর্ণ হন। এদের মধ্যে চেয়ারম্যান পদে রিয়াদ আরফান সরকার রানা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি দোয়াত-কলম প্রতীকে ৩২ হাজার ৩৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আজমল হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ১৭২ ভোট।
এছাড়াও অন্যান্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ভিপি মোস্তফা ফিরোজ (প্রতীক টেলিফোন) নয় হাজার ১৭৯ ভোট, আলহাজ¦ জয়নাল আবেদীন (মোটরসাইকেল) পাঁচ হাজার সাত ভোট, ফয়সাল দিদার দিপু (ঘোড়া) এক হাজার ৮৪৫ ভোট এবং মহসিন আলী রুবেল (হেলিকপ্টার) ৭০১ ভোট পেয়েছেন।
অন্যদিকে, সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মহসিন মন্ডল মিঠু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি চশমা প্রতীকে ৩৬ হাজার ৬৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম টিউবওয়েল প্রতীকে পেয়েছেন১৫ হাজার ৩৯৯ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদের অপর প্রার্থী শেখ আব্দুল্লাহ সোহাগ তাঁর তালা প্রতীকে পেয়েছেন ১২ হাজার ২২৮ ভোট।
অপরদিকে, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. সানজিদা বেগম লাকী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি তাঁর পদ্মফুল প্রতীকে ৩০ হাজার ৪৮৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোস্তাফিজা হোসেন শিলা প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯৭৭ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুমিত্রা রাণী কনিকা কলস প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৭২৫ ভোট।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৯৯৬। এদের মধ্যে ভোট পড়েছে ৬৯ হাজার ২৭৩টি। তন্মধ্যে বৈধ ভোট ৬৭ হাজার তিন শত এবং অবৈধ এক হাজার ৯৭৩টি। শতকরা ৩১.৭৮% ভোট পড়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: