সৈয়দপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুরে গতকাল সোমবার (২৭ মে) জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ (২৬-২৮ মে) -২০২৪ উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ শহরের বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিশু বান্ধব শিক্ষা স্মার্ট বাংলাদেশের দীক্ষা প্রতিপাদ্যকে সামনে রেখে ওই সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই- আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় স্বাত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার।
উপজেলা সহকারি শিক্ষা অফিসার মরিয়ম নেছার সঞ্চালনায় আলোচনা সভায় অন্য্যাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোছা. মুসারাত জাহান, বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. নুরুজ্জামান, প্রধান শিক্ষক রুখসানা প্রধান ও সাংবাদিক এম আর আলম ঝন্টু প্রমুখ।
সভায় সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, উপজেলার ৭৮টি সরকারি প্রাথমিক]বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: