প্রকাশিত : ১ জুন, ২০২৪ ১২:৫২

বগুড়ায় ৫৪ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ায় ৫৪ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতি শিক্ষা ট্রাস্টের উদ্যোগে বগুড়ায় ৫৪ জন মেধাবী শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি। গতকাল শুক্রবার বেলা ১১টায় মমইন অডিটোরিয়ানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বৃহত্তর বগুড়া সমিতি শিক্ষা ট্রাস্ট ঢাকার চেয়ারম্যান মোছাঃ নাসরিন বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মেধার কোন বিকল্প নেই। তাই প্রতিটি ছাত্রছাত্রীকে মেধা বিকাশে পড়াশোনায় মনোযোগী হতে হবে। লেখাপড়ার মাধ্যমে বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে হবে। একজন শিক্ষার্থী শুধু পড়াশোনায় মেধাবী হলে চলবে না তাদেরকে দেশ ও জাতির ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। 

সংগঠনের সচিব মোফাকখেরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, টিএমএসএস এর নির্বাহী পরিচালক ড. অধ্যাপিকা হোসনে আরা বেগম। এসময় আরও বক্তব্য রাখেন ডাঃ সঞ্জন কে দাস, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, রানার প্রোপ্রার্টিজ এর পরিচালক সাইরুল ইসলাম, ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সম্পাদক একেএম আহসান হাবিব রুবেল, সাবেক সাধারণ সম্পাদক একেএম কামরুল ইসলাম, এ্যাডভোকেট মালেকা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শেষে ৫৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। 

উল্লেখ্য, অনুষ্ঠানে সহযোগিতা করে টিএমএসএস, পপুলার গ্রুপ, হা-মীম গ্রুপ, ন্যাশনাল এগ্রিকেয়ার লিঃ, ডি.এইচ প্রোপ্রার্টিজ ও মেডিটেক। 

উপরে