সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নাজিবা ইসলাম মালয়েশিয়া যাচ্ছে
ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম অন এডুকেশন- ৪.০ এর প্রতিযোগিতায় আন্তর্জাতিক (ন্যাশনাল) রাউন্ডে অংশ নিতে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নাজিবা ইসলাম মালয়েশিয়া যাচ্ছেন।
গত শুক্রবার ঢাকায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওই প্রতিযোগিতার বিভাগীয় ও জাতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে জুনিয়র ক্যাটাগরিতে অংশ নিয়ে প্রথম রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে নাজিবা ইসলাম। আর আগামী ২৮ জুলাই মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতার আন্তর্জাতিক রাউন্ডে অংশ গ্রহনের জন্য নির্বাচিত হয়েছেন সে (নাজিবা ইসলাম)। জিইআইএসটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সহযোগিতায় গ্লোবাল ইনোভেশন অ্যান্ড লিডারশিপ সেন্টার (জিআইএলসি])ওই প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতার এই বছরের থিম “বিশ্বের নাগরিকত্ব এবং নেতৃত্বের জন্য ভাষা ও সংস্কৃতির ছন্দকে আলিঙ্গন করা।”
এর আগে গত ২৪ মে সৈয়দপুরে ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রামে অন এডুকেশন-৪’০ (আইএলপিই) এর দেশব্যাপী প্রতিযোগিতার অংশ হিসেবে নীলফামারীর জেলা পর্যায়ের প্রাথমিক রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত ওই রাউন্ডে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজসহ শহরের বিভিন্ন অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানের তিন শত শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিল ২৫জন। ওই অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানটির সাতজন শিক্ষার্থী প্রতিযোগিতার বিভাগীয় রাউন্ডে এবং একজন শিক্ষার্থী জাতীয় রাউন্ডে অংশ গ্রহন করে। আর প্রতিযোগিতার জাতীয় রাউন্ডে অংশ গ্রহনকারী সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নাজিবা ইসলাম এবারে আন্তর্জাতিক (ন্যাশনাল) রাউন্ডে অংশ গ্রহনের জন্য নির্বাচিত হয়েছে।
নাজিবা ইসলাম নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্রী। তাঁর বাবা বাংলাদেশ নেভীর বিএনএস, শেরে বাংলা বেইস এর লে. কমান্ডার (মেডিসিন বিশেষজ্ঞ) মোহাম্মদ নজরুল ইসলাম এবং মা মোছা. মেরিনা বেগম সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক। ওই দম্পতির দ্বিতীয় সন্তান নাজিবা ইসলাম। ইতিমধ্যে মেধাবী শিক্ষার্থী নাজিবা ইসলাম তাঁর শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সঙ্গীত, নৃত্য, বিতর্ক, চিত্রাঙ্কন, আবৃত্তিসহ বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ দিয়ে কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়। সে তাঁর ভবিষ্যতের জন্য সকলের দোয়া প্রার্থী।
সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, নাজিবা ইসলামের এ ফলাফল আমাদের প্রতিষ্ঠানের জন্য অনেক সুনাম বয়ে এনেছে। আমি আশাবাদী প্রতিযোগিতার আন্তর্জাতিক রাউন্ডে সে তাঁর সফলতা ধরে রাখতে সক্ষম হবে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: