বৃষ্টিতে তলিয়েছে সিলেট নগরী
বন্যার পানি নামতে শুরু করেছিল, স্বস্তি নেমে এসেছিল নগরবাসীর মধ্যে।এর মধ্যে এক রাতের বৃষ্টিতে পুনরায় দুর্ভোগে পড়েছেন সিলেট নগরবাসী। বাদ যায়নি সিলেট বিভাগের প্রধানতম চিকিৎসা সেবা দানকারী প্রতিষ্ঠান সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালও। সুরমা উপচে পানিতে ডুবেছে হাসপাতালের বিভিন্ন ভবনের নিচতলা। নগরীর বিভিন্ন এলাকায় ঘরবাড়িতে পানি ঢুকে নষ্ট হয়ে গেছে মালামাল।
রোববার (২জুন) দিবাগত রাত ১২টার দিকে সিলেট শুরু হয় অতি বৃষ্টি। টানা ৬ ঘণ্টা বৃষ্টিপাতের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার (৩ জুন) সকাল ১০টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। নিদ্রাহীন রাত কেটেছে সিলেটবাসীর। বিশেষ করে বন্যা প্লাবিত উপজেলাগুলো ও নগরীর নিম্নাঞ্চলের বাসিন্দাদের।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, টানা ৬ ঘণ্টার বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেটের ৮টি উপজেলা ফের পানি বাড়ছে ও সিলেট সিটি করপোরেশনের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। রাস্তাঘাট উপচে পানি ঢুকে পড়েছে বাসা বাড়িতে।
সরেজমিনে দেখা যায়, সিলেট নগরীর মিরের ময়দান পায়রা, দরগাহ, মিরাবাজার, তালতলা, মাছুদিঘীরপার, জামতলা, তোপখানা, কাজির বাজার, যতপুর, তেররতন, উপশহর, সোবহানীঘাট, শেখঘাট, লালদীঘির পাড়সহ অনেক এলাকা পানির নিচে তলিয়ে গেছে
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজিব হোসাইন জানিয়েছেন, আজ সোমবার সকাল ৬টা থেকে ৯টার মধ্যে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যে কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রহমান কামরান বলেন, বৃষ্টি আর পানি সুরমা ধারন করতে পারছে না। যে কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিনি জানান, সিসিক কর্মচারীরা ছাড়া নালা পরিষ্কারে নিয়োজিত রয়েছে। এটা প্রাকৃতিক কারণে হয়েছে। আমরা নগরবাসীর পাশে রয়েছি।

নিজস্ব প্রতিবেদক