রাণীনগরে নবনির্বাচিত চেয়ারম্যান রাহিদের কুশল বিনিময় ও পথসভা
নওগাঁর রাণীনগরে সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল এর বড় ছেলে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান রাহিদ সরদার রবিবার দিনভর এলাকাবাসিদের সঙ্গে কুশল বিনিময় শেষে বিকেল বেলা আবাদপুকুর চারমাথার মোড়ে কর্মীদের আয়োজনে এক পথসভা করেন।
এ দিন রাণীনগর উপজেলার সবচেয়ে বড় হাট আবাদপুকুরহাটবার থাকায় বিশাল এই হাটে ঘুরে ঘুরে জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় শেষে সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগের কথা পথসভায় তুলে ধরেন তিনি।
রাহিদ সরদার তার বক্তব্যকালে বলেন, গত ২৯ মে রাণীনগর উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের ভোটে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এলাকার জনগণের সেবা করার দায়িত্ব আমার কাঁধে। আমি নির্বাচনী এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত এলাকা হিসাবে গড়ে তুলতে চাই। আপনারা সবাই আমাকে সহযোগীতা করবেন। আর রাণীনগর উপজেলার সকল হাট-বাজারে বিশেষ করে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে পশুরহাট গুলোতে সরকার নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত টোল যদি কেউ আদায় করে তাদের বিরুদ্ধে তাৎক্ষুনিক ভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনসাধারণের উদ্দেশ্যে বলেন, কেউ যদি আপনাদের কোন প্রকার হয়রানি করার চেষ্টা করে তাহলে আমাকে এবং ইউএনওকে জানাবেন। এছাড়া আগামী বুধবার হাটবারে চারমাথায় সরকারি টোল আদায়ের তালিকা টাঙ্গিয়ে দেওয়ার দেওয়ার কথা বলেন তিনি।
পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলার একডালা ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন, বড়গাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ফটিক, সাধারণ সম্পাদক মজিদ আকন্দ, কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক মুক্তাদি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: