সৈয়দপুরে প্রধান শিক্ষক শাসসুল আলমকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান
নীলফামারীর সৈয়দপুরে রাজ্জাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলমকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গত রোববার (২ জুন)দুপুরে শহরের হাতিখানা এলাকায় অবস্থিত বিদ্যালয়ে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আইনুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নাহিদা নাসরিন। বিদায়ী অতিথির উদ্দেশ্যে লেখা মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন সুলতান। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয় ব্যবস্থাপনাকমিটির (এসএমসি) সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম রেজু, বিদায়ী অতিথি প্রধান শিক্ষক শামসুল আলম, সহকারী শিক্ষক শাহানা বিলকিস কেয়া, সৈয়দপুর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজার রহমান, বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস ও সহ-সভাপতি সাংবাদিক এম. ওমর ফারুক প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি শিক্ষক মাহবুব-এ-রসুল।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শেষে বিদায়ী অতিথিকে মানপত্র, ক্রেষ্টসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে। উল্লেখ্য, শামসুল আলম বিগত ১৯৯৩ সালে ৭ অক্টোবর সৈয়দপুর উপজেলার কুমারগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শিক্ষকতা পেশায় যোগদান করেন। পরে কামারপুকুর ও সর্বশেষ চলতি বছরের গত ২১ মার্চ শহরের রাজ্জাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহন করেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: