প্রকাশিত : ৫ জুন, ২০২৪ ২১:৩১

নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে বিপুল ভোটে জয়ী আনোয়ার হোসেন রানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ-
নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে বিপুল ভোটে জয়ী আনোয়ার হোসেন রানা

৪র্থ ধাপের নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি।

বুধবার সন্ধ্যায় মোট ৪৯টি কেন্দ্র থেকে পাওয়া ভোটের বেসরকারি ফলাফল ঘোষণা হয়। আনোয়ার হোসেন রানা (মোটরসাইকেল) প্রতীকে ৪১৩৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

জয়লাভের পর নেতাকর্মীদের উদ্দেশ্যে আনোয়ার হোসেন রানা বলেন, সাধারণ ভোটার ও নেতাকর্মীদের প্রতি আমার কৃতজ্ঞতা। নন্দীগ্রাম উপজেলাবাসী আমাকে কতটা ভালোবাসে তার প্রমান তারা দিয়েছে। এ বিজয় আমার নয় এটা পুরো উপজেলাবাসীর। এদিকে প্রতিদ্বন্দী পাটি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ (আনারস) প্রতীকে ২৮০৫১ ভোট, নজিবুল্লাহ মজনু (ঘোড়া) প্রতীকে ৬৬৯ ভোট মাহমুদ আশারফ মামুন (দোয়াতকলম) প্রতীকে ৫৯৪ ভোট পেয়েছেন। 

ভাইস চেয়ারম্যান পদে (মাইক) প্রতীকে শ্রী দুলাল চন্দ্র মহন্ত ৩৬২৯১ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দি পাটি টিউবওয়েল প্রতীকে শুভ আহমেদ ২৮৮১৬ হাজার-ভোট, ইলিয়াস আলী তালা প্রতীকে ১৪০২ ভোট,  আমিনুল ইসলাম জুয়েল চশমা প্রতীকে ২৫৪২ ভোট, ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে (হাঁস) প্রতীকে শ্রাবণী আক্তার বানু ৩৯৭১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দি পাটি খালেদা বেগম (কলস) প্রতীকে পেয়েছেন ২৯৩১৬ ভোট।

৪র্থ ধাপের এই নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজনসহ মোট ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নন্দীগ্রাম উপজেলার ১টি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নের মোট ৪৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় মোট ভোটার সংখ্যা ছিল ১ লক্ষ ৫৭ হাজার ১৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৩৪৯ জন ও মহিলা ভোটার সংখ্যা ৭৮ হাজার ৮৪০ জন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন রানা এ বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

উপরে