প্রকাশিত : ৮ জুন, ২০২৪ ১৩:৩৮

মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘের উদ্যোগে ভ্যান গাড়ী প্রদান

প্রেস বিজ্ঞপ্তি
মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘের উদ্যোগে ভ্যান গাড়ী প্রদান

দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘের উদ্যোগে স্থানীয় চাপড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্বাবলম্বী প্রজেক্টের আওতায় ভ্যান গাড়ী প্রদান অনুষ্ঠান আজ শুক্রবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়। এই প্রজেক্টের আওতায় ২ জন ব্যক্তিকে ভ্যান গাড়ী প্রদান করা হয়।

উক্ত গাড়ী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও শিানুরাগী, মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সোলায়মান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য আরিফ মাহমুদ চৌধুরী, আব্দুল মালেক, রাকিবুল হাসান। এতে আরো উপস্থিত ছিলেন সামাজিক সংগঠক সরোয়ার আজম খান, জামাল উদ্দিন, আতাউর রহমান মানিক, রেফাত হোসেন রবিন, আজিজুল করিম, মো. হাসান, মাঈন উদ্দিন সুজন, সোহাগ, শোয়েব, সাঈদ, রেজা, কাদের, তাইফুর, সানি, সাফি প্রমুখ। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সালাহউদ্দিন মোহাম্মদ ইমরান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা দারিদ্র্য বিমোচনে  ভবিষ্যতেও এই ধরণের সামাজিক, মানবিক কাজে প্রত্যয়ী সংঘের যে কোন উদ্যোগে নিজেদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

 

উপরে