সৈয়দপুরে আগুনে ক্ষতিগ্রস্ত দুইটি পরিবারের মাঝে এমপি সিদ্দিকুল আলমের নগদ আর্থিক সহায়তা প্রদান
নীলফামারীর সৈয়দপুরে উপজেলার পাঁচ নম্বর খাতামধুপুর ইউনিয়নের হামুরহাট সংলগ্ন বৈরাগীপাড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত দুইটি পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার (৮ জুন) দুুপুরে নীলফামারী -৪ আসনের (সৈয়দপুর-কিশোরগঞ্জ) সংসদ সদস্য আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক ব্যক্তিগতভাবে ওই আর্থিক সহায়তা করেন।
গতকাল শনিবার সংসদ সদস্য আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের দেখতে যান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমাবেদনা জানান। এ সময় তিনি ব্যক্তিগতভাবে তাদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। এছাড়াও সংসদ সদস্য তাদের নতুন ঘরবাড়ি তৈরি করে দেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।
এসময় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই- আলম সিদ্দিকী, সৈয়দপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. রিয়াদ আরফান সরকার রানা, ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা বাবু (পাইলট),সাবেক চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার (৭ জুন) দিবাগত গভীর রাতে উল্লিখিত এলাকার দিনমজুর শ্রী কৃষ্ণ মহন্ত ও শ্রী পরি মহন্তের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনের পরিবার দুইটির কয়েক লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে।