সৈয়দপুরে মুক্তিযোদ্ধাদের দুই ঘন্টাব্যাপী প্রতীকী অনশন কর্মসূচি পালিত
নীলফামারীর সৈয়দপুরে সিআইডির এক কর্মকর্তার অপসারণের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে। সৈয়দপুরে এক কুখ্যাত রাজাকারকে স্বাধীনতার পক্ষের ব্যক্তি উল্লেখ করে আদালতে প্রতিবেদন দেয়ায় প্রতিবাদে ওই অনশন কর্মসূচি করা হয়।
গতকাল মঙ্গলবার (১১ জুন) সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়েছে। পরে সেখানে নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ উপস্থিত হয়ে উদ্ভূত ঘটনার বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করার আশ^াস দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের পানি পান করিয়ে অনশন ভাঙ্গান।
বেলা ১২টায় দুপুর দুইটা পর্যন্ত প্রায় দুই ঘন্টাব্যাপী ওই প্রতীকী অনশন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মির্জা সালাউদ্দিন বেগ, বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী, বীরমুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক ও বীরমুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান (বীরপ্রতীক) প্রমুখ।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, সৈয়দপুর শহরের কুখ্যাত রাজাকার নঈম খান ওরফে নঈম গুন্ডা একজন চিহ্নিত রাজাকার। অথচ স্বাধীনতার দীর্ঘ ৫৩ বছর পর সাম্প্রতিক সময়ে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে দায়েরকৃত একটি মামলার তদন্ত প্রতিবেদনে রাজাকার নঈম খান ওরফে নঈম গুন্ডাকে স্বাধীনতার স্বপক্ষে ব্যক্তি বলে উল্লেখ পূর্বক তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। আর নীলফামারীর সিআইডির পরিদর্শক রেজাউল করিম ওই ইতিহাস বিকৃতি প্রতিবেদনটি আদালতে দাখিল করেন। বক্তারা এমন একটি স্পর্শকাতর ঘটনার সুষ্ঠু ও সঠিক তদন্তসাপেক্ষে ওই প্রতিবেদন দাখিলকারী পুলিশ কর্মকর্তার অবিলম্বে অপসারণ ও শাস্তির দাবি জানান।
এদিকে, বীরমুক্তিযোদ্ধাদের অনশন কর্মসূচি চলাকালে সেখানে উপস্থিত হন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এ সময় তিনি বীরমুক্তিযোদ্ধদের কাছে উদ্ভূত ঘটনার বিষয়ে বিস্তারিত শোনেন। পরে তিনি ঘটনার বিষয়টি নিয়ে বীরমুক্তিযোদ্ধাদের সঙ্গে তাঁর অফিসে বসে আলাপ আলোচনা আশ^াস দিয়ে প্রতীকী অনশনরত বীরমুক্তিযোদ্ধাদের পানি পান করিয়ে অনশন ভাঙ্গান।
এ সময় সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রিয়াদ আরফান সরকার রানা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই -আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন আলী মন্ডল মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম, ইউপি চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী ও মাসুদ রানা বাবু পাইলটসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: