প্রকাশিত : ১৫ জুন, ২০২৪ ১৩:৪৭

নন্দীগ্রামে পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়, ইজারাদারকে জরিমানা

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ-
নন্দীগ্রামে পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়, ইজারাদারকে জরিমানা

বগুড়ার নন্দীগ্রামের রনবাঘা পশুর হাটে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক টাকা খাজনা আদায় এবং রশিদে টোলের পরিমাণ না লেখায় মোবাইল কোর্টের মাধ্যমে হাট ইজাদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৪ জুন) দুপুরে রনবাঘা পশুর হাটে এঅভিযান পরিচালনা করা হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোহান সরকার বলেন, রনবাঘা পশুর হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি টোল আদায় করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নির্ধারিত টোলের চেয়ে বেশি টোল আদায় করা হচ্ছে এবং রশিদে টোলের পরিমাণ না লেখার অভিযোগ প্রমাণিত হওয়ায় হাট ইজারদার মাহফুজুল ইসলাম রাজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এরকম অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য ইজারদারকে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।

উপরে