প্রকাশিত : ১৯ জুন, ২০২৪ ১২:২৩

পোরশায় কীটনাশক পান করে ক্ষুদ্র-নৃগোষ্ঠী নারীর আত্মহত্যা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
পোরশায় কীটনাশক পান করে ক্ষুদ্র-নৃগোষ্ঠী নারীর আত্মহত্যা

নওগাঁর পোরশায় বিষাক্ত কীটনাশক পান করে পুশনী(৬০) নামের এক ক্ষুদ্র- নৃগোষ্ঠী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউপির মুরুলিয়া গ্রামের মৃত চন্দ্রের স্ত্রী।

 
জানা গেছে, গত শনিবার রাতে সকলের অজান্তে পুশনী তার নিজ শয়ন কক্ষে বিষাক্ত কীটনাশক পান করেন। অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে তার ছেলেরা তাকে উদ্ধার করে তাৎক্ষনিক পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার পুশনী মারা যান।
 
পোরশা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম জানান, পুশনীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
উপরে