সৈয়দপুরে বিসমিল্লাহ সবজি মার্কেটের শুভ উদ্বোধন
নীলফামারীর সৈয়দপুরে বিসমিল্লাহ সবজি মার্কেটের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় শহরের উপকন্ঠে কুন্দল রাবেয়া মোড় এলাকায় ওই মার্কেটটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। নীলফামারী-৪ ( সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী ফলক উন্মোচন করে এর শুভ উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াদ আরফান সরকার রানা, ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।
বিসমিল্লাহ সবজি মার্কেটের স্বত্ত্বাধিকারী মো. মোস্তাফিজুর রহমান ডাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজের সাবেক সভাপতি প্রকৌশলী এস এম সফিকুল আলম ডাবলু, সৈয়দপুর উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম-আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা ফিরোজ, আওয়ামী লীগ নেতা মো. ইলিয়াস হোসেন, ব্যবসায়ী মকসুদ আলম গোল্ডেন প্রমুখ।
অনুষ্ঠানে শহরের বিশিষ্ট শিল্পপতি রাজ কুমার পোদ্দার রাজুসহ আমন্ত্রিত অতিথি, সুধীজন, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্নস্তরের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: