সৈয়দপুরে মাদক ও বাল্যবিয়ে বিরোধী সাইকেল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুরে মাদক ও বাল্যবিয়ে বিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের জনসচেতনতা বাড়াতে হৃদয়ে সৈয়দপুর নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ওই সাইকেল র্যালির আয়োজন করে ।
গত শুক্রবার (২১ জুন) বিকেলে শহরের বিমানবন্দর সড়কের ডাকবাংলো মোড় থেকে সাইকেল র্যালিটি বের করা হয়। এর আগে সাইকেল র্যালিটির শুভ উদ্বোধন করেন নীলফামারী- ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক। সংসদ সদস্য নিজেও একটি বাইকেলে চেপে র্যালিতে অংশ নিয়ে সৈয়দপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। সংসদ সদস্য ছাড়াও মাদক ও বাল্যবিয়ে বিরোধী র্যালিতে সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, সমাজসেবক রবিউল আউয়াল রবিসহ সুধীজন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও হৃদয়ে সৈয়দপুর স্বেচ্ছাসেবী সাামজিক সংগঠনের সকল সদস্যরা অংশ নেন। এ সময় সাইকেল র্যালিতে অংশ গ্রহনকারীরা মাদক ও বাল্যবিয়ে বিরোধী বিভিন্ন ম্লোগান দেন।
সাইকেল র্যালিটি শহরের ডাকবাংলো মোড় থেকে শুরু হয়ে উপজেলা সড়ক, বাঙ্গালীপুর নিজপাড়া, পুরাতন বাবুপাড়া, বঙ্গবন্ধু সড়ক, শেরে বাংলা সড়ক, শহীদ ডা. জিকরুল হক সড়ক ও বিমানবন্দর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডাকবাংলো মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে (ডাকবাংলো মোড়) এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হৃদয়ে সৈয়দপুর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সভাপতি আকাশ সরদারের সভাপতিত্বে সমাবেশে নীলফামারী- (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক, সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, হৃদয়ে সৈয়দপুর স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সোহেল রানা, উপদেষ্টা সমাজসেবক রবিউল আউয়াল রবি ও বুলবুল সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে মাদক ও বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। মাদকের করাল গ্রাসে পড়ে যুব সমাজ ধ্বংস হচ্ছে। পরিবারের জন্য অশান্তি ও বিশৃংখলা বয়ে আনছেন। মাদকে আসক্ত ছেলেমেয়েরা বাবা-মায়ের অবাধ্য হয়ে তাদের মূল্যবান জীবন নষ্ট করছেন। মাদকের মতো বাল্যবিয়েও আমাদের সমাজে বিরূপ প্রভাব ফেলছে। গনসচেতনতার অভাবে অনেক বাবা-মা তাদের ছেলেমেয়েদের বাল্যবিয়ে দিচ্ছেন। তাই মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে মানুষের মধ্যে গণসচেতনতা বাড়াতে হবে। আর বর্তমান সমাজের দুইটি ঘাতক ব্যাধি মাদক ও বাল্যবিয়ে নিয়ে কাজ করছেন হৃদয়ে সৈয়দপুর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি। এ সংগঠনের এ ধরণের জনকল্যাণমূলক কাজে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তবে সমাজ থেকে মাদক ও বাল্যবিয়ে দূর করা সম্ভব হবে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: