বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় নারীসহ নিহত ২
বগুড়ার কাহালু উপজেলার বগুড়া-নওগাঁ সড়কের বিবিরপুকুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ছেলে এবং এক গৃহবধু অজ্ঞাতনামা বাস ধাক্কা দিলে তারা ঘটনার স্থলেই নিহত হয়। নিহতরা হলো উপজেলার লোহাজাল গ্রামের খোদা বক্সের ছেলে সৈকত হোসেন(২২)এবং গাবতলী উপজেলার উচুরকি গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী রত্না বেগম(৩০)।
কাহালু থানার পুলিশ জানায়, আজ রোববার সকালে বিবিরপুকুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে রত্না বেগম এবং সৈকত কথা বলছিলেন। এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা নওগাগামী অজ্ঞাতনামা একটি বাস তাদের ধাক্কা দিলে তারা ঘটনাস্থলে নিহত হয়। পরে সেখান থেকে নিহত ২জনের লাশ উদ্ধার করা হয়।

সুমনা লিমা