বগুড়ায় আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী পালন
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী পালন উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে শহরের সাতমাথা দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতমাথা মুজিব মঞ্চে গিযে র্যালীটি শেষ হয। পরে সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু এমপি এবং সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি।এর আগে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালী ও প্লাটিনাম জয়ন্তী উদ্বোধন করা হয়।এছাড়াও প্লাটিনাম জয়ন্তী পালন উপলক্ষে সন্ধ্যায় মুজিব মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ষ্টাফ রিপোর্টার