প্রকাশিত : ২৬ জুন, ২০২৪ ১৩:২৬

বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে পালাল ৪ ফাঁসির আসামি, পরে ধরা

সুমনা লিমা
বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে পালাল ৪ ফাঁসির আসামি, পরে ধরা

বগুড়া জেলা কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে পালিয়ে গিয়েছিল ৪ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি । তবে পালানোর পরপরই পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাত ৩টায় শহরের চাষিবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। 

পালিয়ে যাওয়া চার আসামি হলো- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু (কয়েদি নং ৯৯৮), নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন (কয়েদি নং ৫১০৫), বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মো. জাকারিয়া (কয়েদি নং ৩৬৮৫) এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ (কয়েদি নং ৪২৫২)।

আজ বুধবার সকালে বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ‘কারাগারের ছাদ ফুটো করে পালানো ৪ ফাঁসির আসামিকে বগুড়া শহরের চাষিবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে খবর পেয়েই পুলিশের একাধিক টিম অভিযান নামে এবং তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।’

এর আগে, ওই চার আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘দিবাগত রাত ৩টার দিকে খবর পাই বগুড়া কারাগার থেকে চার ফাঁসির আসামি পালিয়ে গেছে। পরে সাড়ে তিনটার দিকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।’

উপরে