প্রকাশিত : ৬ জুলাই, ২০২৪ ১৪:৫৯

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি পরিদর্শন করলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি পরিদর্শন করলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড পরিদর্শন করলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ নূরুল আলম। বুধবার ও বৃহস্পতিবার (৪ ও ৫ জুলাই) দুই দিন পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল) পরিদর্শন করেন তিনি।

এ সময়ে তিনি বিসিএমসিএল (কয়লা খনি) এর কয়লা উৎপাদন সংক্রান্ত সার্বিক বিষয় অবহিত হন। পরিদর্শন কালে তিনি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও চীনা ঠিকাদার এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। কয়লা খনির বিভিন্ন স্থাপনা পরিদর্শনের সময় কোম্পানির পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং একটি সফেদা গাছের চারা রোপণ করেন।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড পরিদর্শনকালে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব এর সাথে ছিলেন কোম্পানির ব্যবস্হাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সাইফুল ইসলাম সহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

উপরে