সৈয়দপুরে দ্বিতীয় খেলায় জয় পেয়েছে বোতলাগাড়ী ইউনিয়ন দল
নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৪ (অনুর্ধ্ব-১৭) এর দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৭ জুলাই) বিকেলে সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের ওই খেলা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার খাতামধুপুর ইউনিয়ন দল ও বোতলাগাড়ী ইউনিয়ন দল পরস্পরের মুখোশুখি হয়। তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় জয় পেয়েছে উপজেলার চার নম্বর বোতলাগাড়ী ইউনিয়ন ফুটবল দল। তারা (বোতলাগাড়ী) ৩-০ গোলে উপজেলার খাতামধুপুর ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করেছে। টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. শরিফুল ইসলাম। সহকারি রেফারী ছিলেন গোলাম মোস্তফা ও আব্দুস্ সালাম মন্ডল। আর খেলায় চতুর্থ রেফারি ছিলেন মো. আমিরুল ইসলাম। সোমবার টুর্নামেন্টের তৃতীয় খেলায় উপজেলার কাামরপুকুর ফুটবল দল ও সৈয়দপুর পৌরসভা ফুটবল দল পরস্পরের মুখোমুখি হবে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: