সোমবার বগুড়ার এসপিকে বিদায় সংবর্ধনা প্রদান করবে সাংস্কৃতিক জোট
বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম কে বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার আয়োজনে সোমবার ৮ জুলাই সন্ধ্যায় জেলা শহরের শহীদ টিটু মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
পদোন্নতিপূর্বক বদলিজনিত কারণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বগুড়ার জনবান্ধব পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম কে ফুল, ক্রেস্ট ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জোটের সভাপতি তৌফিক হাসান ময়না ও স্বাগত বক্তব্য প্রদান করবেন জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী।
সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বিখ্যাত বাউল শিল্পী সুকুমার বাউল, টেলিভিশন, বেতারের একাধিক কণ্ঠশিল্পী এবং দেশের বিখ্যাত গম্ভীরা পালাও মঞ্চায়ন করা হবে।

ষ্টাফ রিপোর্টার