সৈয়দপুরে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানবন্ধন
চলমান কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগে সরকারি পরিপত্র বহাল রাখার দাবির প্রতি একাত্মতা ঘোষনা করে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার (১২ জুলাই) বেলা তিনটায় সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে শহীদ ডা. জিকরুল হক সড়কে ওই কর্মসূচি পালন করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এবং সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে গতকাল শুক্রবার দিন জুম্মার নামাজের পর পরই বৈষম্য বিরোধী নানা ফেস্টুন ও ব্যনার নিয়ে উল্লিখিত স্থানে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। চলমান কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে, মেধা যাচাইয়ের সুযোগের সমতা নিশ্চিতের দাবি জানান তারা।
দুই ঘন্টাব্যাপী ওই মানববন্ধনে চলমান কোটা বিরোধী আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য বলেন, রাফেতুজ্জামান, মো. রিফাত, মো. শান্ত, সুজন ইসলাম, সিয়াম হোসেন, রাজু, সাইফুল্লাহ্, ফাহিম প্রমূখ।
আন্দোলনে নিজেদের অবস্থান তুলে ধরে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, কোটা বাতিলের আন্দোলন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। আজ দেশের সকল শিক্ষার্থী এক হয়েছে। তারা বলেন, দেশ এখন স্মার্ট আধুনিক বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছে। দেশ থেকে প্রতিনিয়ত মেধাবীরা আন্তর্জাতিক পরিমন্ডলে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে আসছে। আগামীর বাংলাদেশের কান্ডারি হবে দেশের মেধাবীরা। সে জন্য মেধার সর্বাত্মক সুযোগ বজায় রাখা কাম্য।
শিক্ষার্থীরা আরও বলেন, দেশের সর্বস্তরে কোটা সংস্কার বিষয়ক যে সব আন্দোলন হচ্ছে তা যৌক্তিক। সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। মেধার মূল্যায়নকে সর্বাধিক গুরুত্ব দেয়ার জানান আন্দোলনকারীরা। আন্দোলন সফল না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবে না জানিয়ে বক্তারা বলেন, কোটা বিরোধী আন্দোলনে যে সব শিক্ষার্থীর ওপর হামলা নির্যাতন চালানো হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যতই হুমকি-ধমকি আর হামলা হোক আন্দোলনের মাধ্যমে আমাদের বিজয় নিশ্চিত করতে হবে বলেন বক্তারা।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: