সৈয়দপুরে বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
নীলফামারীর সৈয়দপুরে নিজ বাড়ি থেকে আয়েশা সিদ্দিকা ওরফে বর্ণা (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার দুই নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট সংলগ্ন এলাকার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ। এ ঘটনায় নিহত গৃহবধূ বর্ণা’র স্বামী আবু বকর সিদ্দিক ওরফে বাদশাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিনদই ফকিরপাড়ার বেলাল হোসেনের কন্যা আয়েশা সিদ্দিকা ওরফে বর্ণা। প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট এলাকার হোসেন আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক ওরফে বাদশা’র সঙ্গে আয়েশা সিদ্দিকা ওরফে বর্ণার বিয়ে হয়। ওই দম্পতির এগার মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। গত ১১ জুলাই রাতে গৃহবধূ বর্ণা তার বাবা বেলাল হোসেনে সঙ্গে মুঠোফোনে কথা বলেন। কথা বলার এক পর্যায়ে আকস্মিক মুঠোফোনের কল কেটে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হন। গভীর রাতে গৃহবধূর প্রতিবেশির মাধ্যমে স্বজনেরা তার মৃত্যু খবর পান। তারা দ্রুত ছুঁটে এসে তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেলে তাদের মনে সন্দেহ হয়।
পরে খবর পেয়ে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম জানান, এ ঘটনায় গৃহবধূ বর্ণার স্বামী আবু বকর সিদ্দিক ওরফে বাদশাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পেলেই পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: