সৈয়দপুরে গীতি নৃত্য নাটক তিস্তা পাড়ের মানুষ মঞ্চস্থ
নীলফামারীর সৈয়দপুরে গীতি নৃত্য নাট্য তিস্তা পাড়ের মানুষ মঞ্চস্থ হয়েছে। ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের ১১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার প্রথম দিনে গত বৃহস্পতিবার ওই গীতি নৃত্য নাটকটি মঞ্চস্থ হয়। প্রথম দিনের অনুষ্ঠানের মধ্যে আরো ছিল প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের আয়োজনে শহরের মুর্তজা ইন্সটিটিউট মিলনায়তনে ওই সব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উত্তরাঞ্চলের তিস্তা নদীর ভাঙ্গন ও নদী পাড়ের মানুষের যাপিত জীবনের ওপর রচিত গীতি নৃত্য নাট্য তিস্তা পাড়ের মানুষ। তিস্তা পাড়ের মানুষের জীবন, জীবিকা ও যুদ্ধ করে বাঁচার কাহিনীর ওপর ভিত্তি করে ওই গীতি নৃত্য নাট্যটি রচিত হয়েছে। এ গীতি নৃত্য নাট্যটি রচনা করেছেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক সংগীত শিক্ষক ওস্তাদ খোদাদাদ খান বাদশা। নাটকটি পরিচালনা করেন শেখ রোবায়েতুর রহমান ও সুফিয়া রহমান শিল্পী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করে ওমর ফারুক, দানিয়া অনুশ্রী, প্রভা গোস্বামী,মীর সারোয়ার আলী মুকুল ও আকতার হোসেন মৃধা, তৃষ্ণা,ফাতেমা, মেধা, কথা রায়, স্মরনিকা, সুভা, সকাল, রক্তিম, হৃদ্য ও রূপম। এছাড়াও গীতি নৃত্য নাটকটিতে যন্ত্র সংগীতে ছিলেন লিটন, নারায়ন চন্দ্র ঋষী, সোহানুর রহমান ও রিংকু। নাটকের নেপথ্যে সংলাপ ও সংগীত পরিবেশন করেন শেখ রোবায়েতুর রহমান রোবায়েত, সুফিয়া রহমান শিল্পী ও হোসনে আরা লিপি ও প্রিয়স্পিয়া রায় পিউ। মঞ্চ সজ্জা ও পরিকল্পনায় ছিলেন আকতার হোসেন মৃধা এবং প্রযোজনায় সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদ। আবেগঘন তিস্তা পাড়ের মানুষ গীতি নৃত্য নাট্যটি উপস্থিত দর্শক সাধারণের মনে ব্যাপক নাড়া দেয়।
এর আগে সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের ১১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক এবং বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই- আলম সিদ্দিকী।
সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম, আনোয়ার শামীম এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান।
আলোচনা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক সাকির হোসেন বাদল। দর্শক সারিতে বসে পুরো গীতি নৃত্য নাটকটি উপভোগ করে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক নাটকটির ভুয়সী প্রশংসা করেন। তিনি সংগঠনটিকে ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা অনুদান প্রদান করেন।
আলোচনা অনুষ্ঠান শেষে সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সদস্যও শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। এতে শিল্পীরা রবীন্দ্র সংগীত, দেশগান ও সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদকে নিয়ে রচিত একটি নংগীত সহ বিভিন্ন সংগীত পরিবেশন করেন।

সৈয়দপুর (নীলফামারী ) প্রতিনিধি: