সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের ১১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে নীলফামারীর সৈয়দপুরে ঐতিহ্যবাহী ও প্রাচীনতম শিল্প সাহিত্য সংসদের ১১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দুই দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক মঞ্চস্থ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার(১২ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় শহরের সাহেবপাড়াস্থ রেলওয়ে মর্তূজা মিলনায়তনে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মমতাজুল হক এবং বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম। ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম. আনোয়ার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এস. এম. ওবায়দুর রহমান। সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সহসভাপতি সাংবাদিক সাকির হোসেন বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট তুষার কান্তি রায় প্রমুখ।
পরে সংগঠনের সদস্য ও শিল্পীদের সমন্বয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এরপর আজমল হুদা মিঠু ও তানভীর চৌধুরীর রচিত মঞ্চ নাটক “খড়ি রাজা” মঞ্চস্থ হয়েছে। এতে সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সদস্য ও সংগঠন পরিচালিত সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিনয় করেন। সবশেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিল্প সাহিত্য সংসদের আভ্যন্তরীণ সাহিত্য- সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিকসহ শিল্প সাহিত্য সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনে গত বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গীতি নৃত্য নাট্য “তিস্তা নদীর পাড়ে” মঞ্চস্থ হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক এবং বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: