শিবগঞ্জে মেধাবী শিক্ষার্থীকে বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু
বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার তেঘরী মধ্যপাড়া গ্রামের গৃহ নির্মাণ ছাদ ঢালাই কাজের সরদার মজনু মিয়ার কন্যা মেধাবী ছাত্রী মাইশা আনজুম মৌ (১৭) সাপের কামড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় শুক্রবার দিবাগত রাতে তার ছোট বোন মোবাশ্বিরা আক্তার (৮) এর সাথে তার নিজ শয়নকক্ষের খাটে ঘুমায়। একপর্যায়ে হঠাৎ করে রাত দুইটার দিকে মৌ এর পায়ে বিষাক্ত সাপ কামড় দিলে সে অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে রাতেই তাকে শিবগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এ ব্যাপারে মৌ এর পিতা মজনু মিয়া ও তার মা নুর নাহার বেগম বলেন, প্রতিদিনের ন্যায় আমার দুই মেয়ে শয়নকক্ষের খাটে ঘুমায়। হঠাৎ করে ঘুমন্ত অবস্থায় একটি বিষাক্ত সাপ মৌয়ের পায়ে ছোবল দিলে সে মারা যায়। আজ সকালে পার্শ্ববর্তী গ্রামের একজন ওঝা এসে শয়নকক্ষে অনেক খোঁজাখুজি করার পর বিষাক্ত সাপটির কোনো সন্ধান মেলেনি।ওঝা বলেছেন বিষাক্ত সাপটি ঘর থেকে বের হয়ে গিয়েছেন। তারা আরো বলেন আমার এই আদরের মেয়েটার অল্প কিছু দিনের মধ্যেই বিবাহ দেওয়ার কথাবার্তা চলছে এবং মেধাবী ছাত্রী মৌ শিবগঞ্জ বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর বিভিন্ন কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছে।
এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। এঘটনায় শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, খবর পেয়ে শনিবার শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক ভাবে ধারণা হয়েছে, বিষাক্ত সাপের কামড়েই তার মৃত্যু হতে পারে। কোনো অভিযোগ না থাকায় মৃত দেহ তার বাবার নিকট হস্তান্তর করা হয়েছে।

শিবগন্জ (বগুড়া)প্রতিনিধিঃ