হৃদয়ে সৈয়দপুর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের নতুন কমিটি গঠিত

নীলফামারীর সৈয়দপুরে ‘হৃদয়ে সৈয়দপুর’ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের এক বছর মেয়াদী নতুন কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি সংগঠনটির এক সাধারণ সভায় সর্বসম্মতিতে ২১ সদস্য বিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়। এতে সোহেল রানা সভাপতি এবং মো. রুবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও নতুন কমিটিতে শহরের পাঁচজন বিশিষ্ট ব্যক্তিবর্গকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।
এ কমিটির অন্যান্যরা হচ্ছেন সহ-সভাপতি আসাদ সোহাগ ও রাশেদুজ্জামান রানা, যুগ্ম সম্পাদক বিজয় এন কে খলিল ও সাথী আক্তার, সাংগঠনিক সম্পাদক মেসকাত রহমান রিদয়, সহ-সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান শাহিন, প্রচার সম্পাদক বি আই বাঁধন, উপ-প্রচার সম্পাদক মার্জিয়া রাইদা, দপ্তর সম্পাদক আশা হক, উপ-দপ্তর ইমরান নিজাম, ক্রীড়া সম্পাদক নাসিম আহমেদ জয়, উপ ক্রীড়া সম্পাদক মো. সাহেব আলী, কোষাধ্যক্ষ মো. মিঠু ইসলাম, সমাজ সেবা সম্পাদক আরিফুল ইসলাম শিমুল, উপ- সমাজ সেবা সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আখতার হোসেন বাদল এবং কার্যকরী সদস্য মোমিনুল ইসলাম সোহাগ,আবু তালেব নয়ন ও মো. হৃদয় ইসলাম।
আর এ নতুন কমিটির উপদেষ্টারা হচ্ছে, মোস্তফা ফিরোজ, মহসিন মন্ডল মিঠু, মোছা. সানজিদা বেগম লাকী, রুহুল আমিন সরকার ও মো. বুলবুল সরকার।