প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৪ ১৩:০০

পার্বতীপুরে তেলবাহী ট্রেন দূর্ঘটনায় লাইনচ্যুত ছয়টি বগি উদ্ধার

তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুরে তেলবাহী ট্রেন দূর্ঘটনায় লাইনচ্যুত ছয়টি বগি উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুরে একটি তেলবাহী ট্রেন দূর্ঘটনায় ট্রেনের লাইনচ্যুত ছয়টি বগি উদ্ধার করা হয়েছে। রেলওয়ের একটি উদ্ধারকারী দল কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে বগিগুলো উদ্ধার করে।  শুক্রবার (২৬ জুলাই) দুপুরে পার্বতীপুর রেলওয়ে জংশনের অদূরে হলদিবাড়ী রেলগেট সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এই দূর্ঘটনার কারণ উদঘাটনের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে,শুক্রবার দুপুরে ২৬টি এমটি বগি নিয়ে পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রাম অভিমুখী একটি এমটি তেলবাহী ট্রেন পার্বতীপুর রেলওয়ে জংশনের অদূরে হলদিবাড়ী রেলওয়ে লেভেল ক্রসিং গেট সংলগ্ন এলাকায় দূর্ঘটনার শিকার হয়। এ সময় ট্রেনের ছয়টি এমটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর পরই পার্বতীপুর রেলওয়ে লোকো সেড থেকে রেলওয়ের একটি উদ্ধারকারী দল ঘটনাস্হলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং রাত ৭টা ৪৫ মিনিট পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে লাইনচ্যুত সবগুলো বগি উদ্ধার করতে সক্ষম হয়।

এই ট্রেন দূর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ঘটনার দিনই রেলওয়ে কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে রেলওয়ে পাকশী বিভাগের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) হারুন উর রশীদ কে। অন্য দু'জন সদস্য হলেন,রেলওয়ে পাকশী বিভাগের সহকারী যান্ত্রিক প্রকৌশলী/ক্যারেজ (এএমই/সি) গোলাম মোস্তফা ও রেলওয়ে পার্বতীপুরের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) আবু জাফর রাকিব হাসান।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) নূর মোহাম্মদ বলেন,ট্রেন দূর্ঘটনার কারন উদঘাটনের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।

উপরে